চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে আইওটি কনফারেন্স

বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইওটি (ইন্টারনেট অব থিংস) কনফারেন্স। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে রাজধানী ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির মিলানায়তনে ৬ মে সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

কনফারেন্সে থাকবে আইওটি ক্যারিয়ার সহ ইন্ডাস্ট্রি এবং ইনোভেটর্স সম্পর্কিত ৩ টি ভিন্ন সেমিনার। দেশের খ্যাতনামা প্রযুক্তিবিদেরা থাকবেন আইওটি, রোবটিক্স, অগমেন্টেড এন্ড ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ৩ টি কর্মশালায়।

দিনব্যাপী এই কনফারেন্সে প্রায় ৩০ জন বক্তা থাকবেন যারা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আইওটি ভিত্তিক সেরা ৫টি প্রকল্পকে এই কনফারেন্সে প্রদর্শনীর সুযোগ দেওয়া হবে। এছাড়াও প্রজেক্ট শোকেসিং সহ আরও অনেক আকর্ষণ থাকছে এই আয়োজনে।

এই অনুষ্ঠানে সহযোগিতায় আছে ডাটা সফট, লিড সফট, রাইজআপ ল্যাবস, ইএমকে সেন্টার এবং স্পেস অ্যাপস বাংলাদেশ। ভেন্যু সহযোগিতায় আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
কনফারেন্সে রেজিস্ট্রেশন করা যাবে http://bif.org.bd/iotconference/ লিংকে ক্লিক করে।

আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের ফেসবুক পেজ https://www.facebook.com/ictinnovationforum/ ।