চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা

উত্তর কোরিয়ার সাথে গোলাগুলি বিনিময়ের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্ত থেকে অধিবাসীদের স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তবে গুলি ও গোলাবর্ষণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া তার প্রতিবেশী এবং চিরবৈরি দক্ষিণ কোরিয়ার সীমান্তে একটি সামরিক দপ্তরে গোলা বর্ষণ করে। যার জবাবে দক্ষিণ কোরিয়াও সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল পরিস্থিতি পর্যালোচনায় অতি শীঘ্রই একটি জরুরি বৈঠক করবে বলে জানা গেছে।

চিরবৈরিতাপূর্ণ দুই কোরিয়ার মধ্যে ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের পর থেকে দেশদুটি কার্যত যুদ্ধাবস্থার মধেই রয়েছে। কারণ দেশদুটির মধ্যে চলা তিন বছর ব্যাপি যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। কিন্তু দেশদুটির মধ্যে কোন শান্তি চুক্তি হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে দেশদুটির মধ্যে কয়েকবার গুলিবর্ষনের ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত আক্রান্ত ইয়োনচেয়োন থেকে প্রায় ৮০জন অধিবাসী চলে গেছেন বলে সংবাদ সংস্থা এপি’র সূত্রে জানা যায়। এছাড়াও অন্যান্য অধিবাসীরা নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।