চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দাশিয়ার ছড়া থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

বহু প্রতীক্ষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র জনগণের মাঝে বিতরণ শুরু হয়েছে সোমবার। বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ায় এই পরিচয়পত্র বিতরণ শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

৬৮ বছরের বঞ্চনার ঋণ শোধ করতেই সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর হাতে স্মার্ট কার্ড তুলে দেয় নির্বাচন কমিশন। নিজেদের অস্তিত্ব প্রমাণের প্রামাণ্য দলিলকে স্বযত্নে রাখার অনুরোধও জানান সিইসি

সকাল সাড়ে এগারোটা থেকে দিনাজপুর ফুলবাড়ি থানার দাশিয়ার ছড়া ইউনিয়নের ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়।

এক বছর আগে দেশ আর এক বছর পর ভোটের অধিকার ফিরে পাওয়া বিলুপ্ত ছিটমহলবাসীর মাঝে চলছে উৎসবের আমেজ।


২২টি সেবা দিয়ে ২৫ স্তরের নিরাপত্তা যুক্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পিছিয়ে পড়া ছিটমহলবাসীকে এগিয়ে নেবে বলেই আশা প্রকাশ করেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ।

তিনি বলেন, প্রায় কয়েকটা যুগ পেরিয়ে গেছে। তারপর অবশেষে আপনারা সেই কাঙ্খিত জিনিস পেয়েছেন, নাগরিকত্ব। এটা যার নাই সে ছাড়া আর কেউ এটার বেদনা বোঝে না। আজ আমরা আপনাদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পেরে আমরা নিজেদের গৌরবান্বিত মনে করছি। নাগরিকত্বের পরিচয় বহনকারী এই অনন্য দলিল আপনারা যত্নের সঙ্গে রাখবেন। 

দাশিয়ার ছড়া ইউনিয়নের আড়াই হাজার ভোটার এই স্মার্টকার্ড পাচ্ছেন। মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে তা ফুলবাড়ি উপজেলার ২ লাখ ১৭ হাজার ভোটারের হাতে পৌঁছে দেয়া হবে।

রোববার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।