চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দাম দিয়ে কিনেছি বাংলা

স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হলো শুক্রবার (২৬ মার্চ)। অনেক ত্যাগ, সংগ্রাম আর রক্তের বিণিময়ে অর্জিত স্বাধীনতা।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণার অন্যতম মূল একটা উৎস ছিল যুদ্ধের গান। সেইসব গানের কথা আর সুরে ছিল সাহস, সম্ভাবনা ও মুক্তির কথা। এই গানগুলো মুক্তিযোদ্ধাদের ও অবরুদ্ধ জনগণের মনোবল উদ্দীপ্ত রেখেছিল।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিকামী জনতাকে যুদ্ধে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছে, মানসিকভাবে উদ্বুদ্ধ করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এইসব কালজয়ী গান। স্বাধীনতার পঞ্চাশ বছরে থাকলো তেমন কিছু গান:

ও আমার দেশের মাটি:

বাঁধ ভেঙে দাও:

বিজয় নিশান:

জয় বাংলা বাংলার জয়:

রক্ত দিয়ে নাম লিখেছি:

শোন একটি মুজিব:

মুক্তির মন্দির সোপান তলে:

তীর হারা এই ঢেউয়ের সাগর:

শিকল পড়া ছল মোদের:

দেশের গান:

মাগো ভাবনা কেন:

দাম দিয়ে কিনেছি বাংলা: