চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভয়ঙ্কর হয়ে উঠছে অস্ট্রেলিয়ায় দাবানল, এলাকা ছাড়ছে মানুষ

দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের কয়েক লাখো মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অনেক পর্যটক ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে দাবানল পরিস্থিতির অবনতি হওয়ার কারণে অন্য জায়গায় সরে গেছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া, তীব্র বাতাস এবং বাতাসের দিক দ্রুত পরিবর্তিত হওয়ার কারণে সোমবার ভিক্টোরিয়ায় দাবানল পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সম্পর্কে অস্ট্রেলিয়ার জরুরি বিভাগের প্রধান অ্যান্ড্রো ক্রিসপ বলেন, ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়া উচিত।

সোমবার সকালের আগেই তাদের এলাকা ছাড়তে হবে। এর বেশি দেরি করা উচিত হবে না তাদের। এবং আগুনে ইস্ট ব্রুথেন, বুচান এবং বোনাং শহরের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণে সিডনিতে নতুন বছরের শুরুতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে পিটিশিনে সই করেছেন লাখ লাখ মানুষ।

উল্লেখ্য, বর্তমানে অন্তত ১০০টি দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দাবানলটিতে ছারখার হচ্ছে নিউ সাউথ ওয়ালস অঙ্গরাজ্যে।