চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দল হারলেও জিতেছেন মাশরাফী!

গেইলকে এক হাতের ক্যাচে ফেরালেন মাশরাফী

তালুতে ১৪টি সেলাই। ব্যান্ডেজে মোড়ানো বাঁ-হাত। ক্যাচ নিতে মাশরাফী বিন মোর্ত্তজা তাই বাড়িয়ে দিলেন ডান হাত। জমে গেল ক্রিস গেইলের ব্যাট ছুঁয়ে আসা বল। ফাইন লেগে দাঁড়ানো মাশরাফীর মুখে হাসি।

একদিন আগে লাগা ১৪ সেলাই নিয়ে ঢাকা প্লাটুনের অধিনায়কের মাঠে নামাই ছিল বিস্ময়ের। স্বাভাবিক থেকে পুরো ম্যাচ খেলে জাগিয়েছেন আরও বিস্ময়। আক্রান্ত হাতেই করেছেন ব্যাটিং। দারুণ বোলিং করেছেন। ফিল্ডিংও করেছেন নজরকাড়া।

শাদাব খানের করা ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে ফাইন লেগে দাঁড়ানো মাশরাফী ডান দিকে ঝাঁপিয়ে পড়ে চার বাঁচানোর যে চেষ্টাটি করেছেন, তা ছিল দুর্দান্ত। পরের বলেই গেইল সুইপ খেলতে গেলে টপ এজ হয়ে বল আসে মাশরাফীর হাতে। অধিনায়ক দুই হাত না বাড়িয়ে ডান হাতেই জমা করেন সেটি।

বিপিএলে এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস পর্বে মাশরাফীকে দেখে অনেকেই অবাক হয়েছেন। বলের আঘাতে তালু ফেটে যাওয়া ক্রিকেটার কীভাবে এত দ্রুত ম্যাচ খেলতে নামেন। বোলিং করতে পারলেও ব্যাটিং, ফিল্ডিং কীভাবে করেন সেটি ছিল দেখার। দল হারলেও তাই নিজেকে নিয়ে লড়াইয়ে জিতেছেন মাশরাফী!