চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘থার্টি ফাস্ট’ নাইটে হামলার আশঙ্কায় পুরো ইউরোপ

‘থার্টি ফাস্ট’ নাইটে ইউরোপ জুড়ে ইসলামি স্টেটের (আইএস) হামলা আশঙ্কা করছে মহাদেশটির নিরাপত্তা কর্মকর্তারা। সতর্কতার অংশ হিসেবে পুরো মহাদেশের দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ।

এক বিবৃতিতে ভিয়েনা পুলিশ জানায়, থার্টি ফাস্ট নাইটকে সামনে রেখে ইউরোপ জুড়ে আইএসের সম্ভাব্য বেশ কয়েকটি হামলার তথ্য আমাদের হাতে রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া এর সার্বিক ফলাফল এখনো হাতে পাইনি।

প্যারিস হামলায় ১৩০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ছয় সপ্তাহ পর আবার এই সতর্ক বার্তা দিলো ভিয়েনা পুলিশ।

বিবৃতিতে আরো বলা হয়, ‘থার্টি ফাস্ট নাইটের আগে এবং ওই দিনে ইউরোপের বিভিন্ন শহরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ‍দিয়ে হামলা হতে পারে। আর এটা হতে পারে জনাকীর্ন স্থানে। আর সে কারণেই অস্ট্রিয়া সহ পুরো মহাদেশে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছি।’

অস্ট্রিয়া পুলিশের অনুরোধে সাড়া দিয়েছে জার্মান পুলিশও। একই রকম হুমকির কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা ব্যবস্থা নিয়েছে দেশটি।