চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ত্রিশ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে ছাদকৃষি

ত্রিশ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে ছাদকৃষিতে নিজেকে যুক্ত করেছেন রাজধানীর মেরুল বাড্ডার আব্দুল মালেক। বলছেন, কৃষিকাজের সুযোগ তার জীবনকে করেছে অনেক বেশি অর্থবহ।

ছ’ তলা ভবনটির বয়স চৌদ্দ বছর। এই সময়েই এর ছাদকে দারুণ এক কৃষিক্ষেত্রে পরিণত করেছেন আব্দুল মালেক। শীতের সবজির সবটা চাহিদা মিটছে এখান থেকে। সেই সঙ্গে দেশি ফল গাছের এই সমারোহে অন্যরকম এক জীবনের সন্ধান পেয়েছেন তিনি।

এছাড়া এই ছাদটিতে চলছে জৈব কৃষির অনুশীলন। আর পারিবারিক আমিষের চাহিদা পূরণের জন্যও ছাদেই খাঁচায় পালন করা হচ্ছে মুরগি।

আব্দুল মালেকের স্ত্রী সোমা আক্তারেরও প্রশান্তির ক্ষেত্র এই ছাদকৃষি। বলছেন, এই আয়োজন সম্ভব হয়েছে টেলিভিশনের কল্যাণে।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: