চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শিল্পবর্জ্যের কারণে তুরাগ নদ এখন বিষাক্ত পানির খাল

ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদ এখন বিষাক্ত পানির খালে রূপ নিয়েছে। মূলত: টঙ্গী ও কাশিমপুর শহরের শিল্পবর্জ্য এই দূষণের কারণ। বৃষ্টির মৌসুম শেষে নদে পানি প্রবাহ বেশি থাকলেও তা শিল্পবর্জ্যরে কালো পানিকে স্বচ্ছ করতে পারছে না। দখলদারদের পাকা স্থাপনায় সরু হয়ে গেছে নদটি।

মজবুত শিল্প স্থাপনা আর কংক্রিটের বাঁধাই করা পাড়, যেন তুরাগকে বেঁধে রাখা। এর চেয়ে প্রশস্ত হতে দেয়া হবেনা, বরং দখল করতে করতে চলে যাচ্ছে নদের ভেতরে। এভাবেই পাকাপোক্ত দখলদারিত্ব চলছে টঙ্গী, গাবতলী সব এলাকায়। ওপরে নির্মিত কারখানা থেকে অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে নদে। এই বিষ কেউ পাইপে করে, কেউ ফেলছে ড্রেন দিয়ে।

পাড়ে উন্মুক্ত পরিবেশে ডাইংও চলছে। কিছুদূর পর পর বর্জ্য ফেলার ভাগাড়। তবে, টঙ্গী থেকে উজানে গ্রামাঞ্চলে নদ কিছুটা স্বাভাবিক, আবার কাশিমপুরে গিয়ে দখল-দূষণের একই চিত্র।

এতোদিনের এ চিত্র বদলে দিতে চান গাজীপুরের জেলা প্রশাসক। দখলদারদের উচ্ছেদ ও দূষণ বন্ধে অনলাইন মনিটরিং-এর কথা বলছেন তিনি।

নদীপ্রেমীরা বলছেন, এ নদেরও যদি জীবন থাকে অভিশপ্ত সে জীবন। যা ফিরিয়ে দিচ্ছে মানুষের দিকেই।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: