চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘তার কোটি কোটি টাকার চেয়ে আমাদের জীবন মূল্যবান’

কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে বান্ধবীর জন্মদিন পালন করার জন্য ঘর থেকে বের হওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের সার্বিয়ান তারকা লুকা ইয়োভিচ। তার সমালোচনায় মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী আনা ব্রানাবিচ।

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্তের পর দেশে ফিরে আসেন ইয়োভিচ। নিজ বাড়িতেই ছিলেন এতদিন। হঠাতই রাজধানী বেলগ্রেডের রাস্তায় তাকে বান্ধবীর সাথে দেখার পর শুরু হয়ে যায় সমালোচনা।

‘দুর্ভাগ্যবশত আমাদের ফুটবল খেলোয়াড়রা নেতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন। তারা কোটি কোটি টাকা উপার্জন করেন আর দেশে আসার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন অমান্য করেন।’

প্রয়োজনে ইয়োভিচকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সার্বিয়ান প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার ভুচিচ, ‘এরপর যদি সে অ্যাপার্টমেন্ট ছেড়ে বের হয় তবে তাকে গ্রেপ্তার করা হবে।’

‘আমার মনে হয় সে যা করেছে তার জন্য সে অনুতপ্ত। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, তার কোটি কোটি টাকার চেয়ে আমাদের মানুষের জীবন অনেকবেশি মূল্যবান।’