চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে করা দুদকের মামলা খারিজ

সম্পদের হিসাব না দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদকের করা মামলা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ইকবাল মান্দ বানুর সম্পদের হিসাব চেয়ে তাকে নতুন করে নোটিশ দিতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইকবাল মান্দ বানুর লিভ টু আপিল নিস্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে তারেকের শাশুড়ির পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও আইনজীবী জাকির হোসেন ভূইয়া। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে মামলা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট।

হাইকোর্টের সে খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ইকবাল মান্দ বানু। সেই লিভ টু আপিল নিস্পত্তি করে আপিল বিভাগ এ আদেশ দেন।