চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জীবনে প্রথম দেখা কোন শহীদ সন্তানের মৃতদেহ

উপমহাদেশের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাবেক প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মিশুক মুনিরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে ফেসবুকে লিখেছেন শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ দু’জনসহ পাঁচ জন প্রাণ হারান। নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ ও মিশুক মুনির সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে যান। ফেরার পথে মানিকগঞ্জেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ফেসবুকে লিখেছেন,

“ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখা হয়েছিলো সেদিন দুজনের সাথে। মিশুক মুনীর এবং তারেক মাসুদ।

আমার এক জীবনে প্রথম দেখা কোন শহীদ সন্তানের মৃতদেহ – যেন ক্ষত বিক্ষত শহীদ মুনির চৌধুরী এসে শুয়ে ছিলেন মর্গের ঐ ট্রলিটায়। একদম স্থির চোখ। মনে করিয়ে দিচ্ছিলেন বারে বারে। এভাবেই চলে গিয়েছিলাম আমরা।

আরেকদিকে দুমড়ে যাওয়া আগামীর জহির রায়হান – চুপি চুপি জানাচ্ছিলেন আমাদেরকে আর পাবে না গো তোমরা। আমরা এভাবেই হারিয়ে যাই। তোমরা টের পাওয়ার আগেই।

মিশুক মুনীর এবং তারেক মাসুদ যেখানে আছেন, ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা।”