চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের পাশে জাতিসংঘ

তথ্য প্রযুক্তিখাতের তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছে জাতিসংঘ। উদীয়মানদের উদ্ভাবনী উদ্যোগে কারিগরি সহযোগিতাও দেবে ইউএনডিপি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইউএনডিপি’র মধ্যে এ বিষয়ে সমঝোতা সই করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের মাধ্যমে বিশ্বের সেরা উদ্ভাবনী উদ্যোগগুলোর শিক্ষা পাবে বাংলাদেশের তরুণরা।

তথ্য-প্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রযুক্তিজ্ঞান দিতে এরই মধ্যে একাডেমি গঠন করা হয়েছে। সেখানে নিজেদের উদ্ভাবনগুলোর মানোন্নয়নের সুযোগ পাচ্ছেন উদ্যোক্তা তরুণেরা। এবার সেই উদ্যোগে সহযোগিতায় এগিয়ে এলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।

অনুষ্ঠানের অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের যে লক্ষ্য তাতে বড় ভূমিকা থাকবে তরুণ উদ্যোক্তাদের।

জুনাইদ পলক বলেন,’এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে দেশের সম্ভাবনাময় সবখাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক বাস্তবায়নে জোর দেয়া হচ্ছে।’

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি’র মধ্যে সমঝোতা স্মারক সই হয়।