চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রদর্শিত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয়েছে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। প্রদর্শন করা হয় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘কমলা রকেট’ ছবিটিও।

এ ধরনের সিনেমা ও প্রামাণ্যচিত্র নির্মাণ দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য দর্শকদের।

শুক্রবার ছিল সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রদর্শিত হয় গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি দেখানো হয় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে।

দর্শকরা বলছেন- দেশের গুনীজনদের বিশ্ব দরবারে বিশদভাবে তুলে ধরতে ব্যাপক ভূমিকা রাখবে এ ধরনের প্রামাণ্যচিত্র।

একইদিনে জাতীয় যাদুঘর মিলানায়তনে সন্ধ্যায় প্রদর্শিত হয় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। নূর ইমরান মিঠুর পরিচালনায় ছবিটি বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে বিশ্ব চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করছে এই উৎসবে।

‘কমলা রকেট’ সিনেমাটি শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট  ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার অর্জন করায় দর্শকরাও বেশ আগ্রহ নিয়ে দেখেছেন ছবিটি।

সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হয় সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘পাঠশালা’।