চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডাকসু নির্বাচন স্থগিত করেননি হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেননি হাইকোর্ট।

এ নির্বাচন স্থগিত চেয়ে জাতীয়তাবাদী ছাত্রদ‌লের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহ‌মিদা ম‌জিদের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ একটি আদেশ দিয়েছেন।

আদালত তার আদেশে ফাহ‌মিদা ম‌জিদ ডাকসু নির্বাচনের ভোটার হিসেবে তার নাম অন্তর্ভুক্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে আবেদন করেছেন তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

সেই সাথে আদালত তার রুলে রিট আবেদনকারীকে বাদ দিয়ে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত না করার পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচনের নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন ফাহ‌মিদা ম‌জিদ।