চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দখল ঠেকাতে খুলনার শিবসা নদীর চরে সুন্দরবনের আদলে বনায়ন

খুলনার শিবসা নদীর দখল ঠেকাতে নদীর চরে বনায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।  নদীর চরে এ বনায়ন হবে সুন্দরবনের আদলে। এতে নদী-ভাঙন রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনার পাইকগাছা উপজেলায় শিবসা নদীর অনেকাংশই ভরাট হয়ে চর পড়েছে। এসব জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে বনায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। কয়েক বছর আগে পাঁচ হেক্টরে কেওড়া, বাইন, গোলপাতাসহ সুন্দরবনের নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। গাছ বিক্রির টাকা বন বিভাগের সঙ্গে ভাগ করার শর্তে যুক্ত হয়েছেন স্থানীয়রা। সুন্দরবন আদলের এই বনায়নে জীববৈচিত্র্য সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে।

পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করে সবগুলো নদীর পাড় সামাজিক বনায়নের আওতায় নেয়ার কথা জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক আমিনুল আহসান।

বনায়নের পরিধি যতদূর বাড়ানো যাবে পরিবেশের ভারসাম্য রক্ষা ততোটাই সহজ হবে, বলছেন পরিবেশবিদরা।

আরও দেখুন দানিয়েল সুজিত বোসের তথ্য ও ভিডিওচিত্রে জাহিদুজ্জামানের রিপোর্টে: