চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টার্নিং উইকেট আশা করছেন সাকিব

উইকেটে বল ঘুরতে পারে

চট্টগ্রাম থেকে: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দেখা যেতে পারে স্পিনারদের দাপট। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ধারণা চট্টগ্রামে ক্যারিবীয়দের বিপক্ষে টার্নিং উইকেট পেতে যাচ্ছেন তারা।

‘আমার মনে হয় কিউরেটররা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। উইকেট নিয়ে আসলে খুব বেশি কথা বলার নেই। দুই দলের সমান সুযোগ থাকবে। আমার কাছে দেখে(এখন পর্যন্ত) মনে হচ্ছে উইকেটে বল ঘুরতে পারে।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ডিমেরিট পয়েন্ট পেয়েছিল এখানে হওয়া সবশেষ টেস্টেই। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে পাঁচ দিনে ওঠে ১৫৩৩ রান, উইকেট পড়ে মাত্র ২৪টি। নিষ্প্রাণ ড্র ম্যাচে উইকেটে বোলারদের জন্য কিছু ছিল না।

বাংলাদেশের শক্তির জায়গা স্পিন। ১৪ সদস্যের স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনারের সংখ্যা ৪। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের স্পিন শ্রীলঙ্কার মতো ধারাল নয় যে খেলতে বিপাকে পড়তে হতে পারে। স্পিন মোকাবেলায়ও আছে ক্যারিবীয়দের দুর্বলতা। আবার সঙ্গে আছে ডিমেরিট পয়েন্টের ভয়ও! বোলারদের সুবিধা পাওয়ার ব্যাপারটি তাই অনুমেয়।

তবে চট্টগ্রামের উইকেটের যে চরিত্র তাতে ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলার ইতিহাস বেশি। সাকিব যদিও মনে করছেন এবার হতে পারে ব্যতিক্রম।

‘আসলে দেখে খুব একটা অনুমান করা যায় না। অনেকসময় যত দিন যায় আস্তে আস্তে আরও ভালো হতে থাকে উইকেট। আশা করি তেমন কিছু হবে না। ভালো একটা টেস্ট ম্যাচ খেলার জন্য যেমন উইকেট দরকার, তেমন উইকেটই হবে।’

উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট প্রথম টেস্টের উইকেট নিয়ে যে ধারণা দিলেন সেটি মিলে গেল সাকিবের কথার সঙ্গে।

‘আমরা যেরকম ধারণা করেছি উইকেট তেমনই। কিছুটা শুষ্ক। প্রথম ঘণ্টায় হয়তো কিছুটা মুভমেন্ট পাওয়া যাবে। আমার ধারণা বাংলাদেশে যে ধরনের উইকেট(স্পিন সহায়ক) সাধারণত হয়, এটা তেমনই।’

তবে উইকেট যেমনই হোক ব্যাটসম্যানদের কাছে প্রত্যাশা উঁচুতেই রাখছেন সাকিব, ‘আমাদের চেষ্টা থাকবে ভালো ব্যাটিং করার। টিম যেন ভালো অবস্থায় রাখতে পারি। হাইস্কোরিং ম্যাচ নাও হতে পারে। মোটামুটি উইকেটও হলে, তিনশো প্লাস রান করতে পারলে খুবই ভালো। আর যদি আরও ভালো ব্যাটিং উইকেট হয়, ৪০০-৫০০ যদি করা যায়, বিশেষ করে প্রথম ইনিংসে। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ হবে প্রথম ইনিংসে। সবাই চেষ্টা করবে বড় ইনিংস করার, সেটা ব্যক্তিগত দিক থেকে হোক আর দলীয় দিক থেকে হোক।’