চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইলে জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিতদের ভাংচুর

টাঙ্গাইল জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে পদবঞ্চিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১২টায় জেলা বিএনপির পদধারীদের কর্মী সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে নবগঠিত জেলা বিএনপির কমিটি নিয়ে পদাধিকারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে আসছিলো। এর মধ্যে নবগঠিত কমিটি কর্মী সম্মেলনের উদ্যোগ নেয়। কর্মী সম্মেলনের দিন ঘনিয়ে আসায় উভয় পক্ষের মধ্যে আরো উত্তেজনা বৃদ্ধি পায়। উদ্বুদ্ধ পরিস্থিতির শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কোন পক্ষকেই শহরের কর্মী সম্মেলন করার অনুমতি দেয়নি।

শহরে অনুমতি না পেলেও জেলা বিএনপির নবগঠিত কমিটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানকে প্রধান অতিথি করে গোপনে টাঙ্গাইল পৌর এলাকার বালুচরা নামক স্থানে আজকের কর্মী সম্মেলনের আয়োজন করে। পরে কর্মী সম্মেলনের সংবাদ ছড়িয়ে পড়লে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলের এক পর্যায়ে উত্তেজিত ওই নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এ সংবাদ পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নামধারী আওয়ামী লীগের এজেন্টরা এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।