চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝিনাইদহের কালিগঞ্জে ঘরে ঘরে কেঁচো সার উৎপাদন

ঘরে ঘরে কেঁচো সার তৈরির বাণিজ্যিক প্রকল্প স্থাপন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হতদরিদ্র কৃষক ও নারীরা। নিজেদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষার ওই অভিযানের মধ্য দিয়ে পাল্টে গেছে কৃষি উৎপাদনের হিসাব। 

যুগ যুগ ধরে খাদ্য পেয়েছে ফসল, বঞ্চিত হয়েছে মাটি। বেশি ফসল দিতে দিতে আবাদি জমিই এখন নিজের শক্তি হারানোর পথে। এই জানা বোঝা এখন কৃষকেরও। আর তাই দেশের অনেক এলাকাতেই শুরু হয়ে গেছে মাটিতে খাদ্য যোগানের অভিযান। এই তৎপরতায় সাড়া ফেলেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার গ্রামীণ কৃষক। তারা ঘরে ঘরে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করছেন কেঁচো সার।

এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে নারীরা। তারা এর ভেতর দিয়ে দূর করছেন সাংসারিক অস্বচ্ছলতা।

কেঁচো সারের গুণাগুণ এখন স্পষ্ট হয়ে যাচ্ছে গ্রামের সব শ্রেণি পেশার মানুষের কাছেও। আর গোটা এলাকার মানুষকে জৈব কৃষি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগিতা করছে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। পাল্টে যাওয়া গ্রামীণ এই গল্প অনুসরণীয় হতে পারে দেশের প্রতিটি গ্রামের জন্য।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: