চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে বললেন অর্থমন্ত্রী

পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বলেছেন, পুঁজিবাজারকে যারা ফটকা বাজার বলে তারা পুঁজি বাজারের শক্র।

শনিবার দুপুরে সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত সিলেটে বিনিয়োগ শিক্ষা মেলা ও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িতদের বিরুদ্দে কোনো অ্যাকশন নেওয়া হয়ে না কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় যথেষ্ট মামলা হয়েছে। সুতরাং কোনো অ্যাকশন হয় না এটা ঠিক না। এসব মামলা এখনো চলছে।

বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় প্রচুর বিনিয়োগ দরকার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,‘আমরা যদি সঠিকভাবে জেনে বুঝে পুঁজি বাজারে বিনিয়োগ করি তবেই দেশের উন্নয়নে সবার প্রত্যক্ষ ভুমিকা পালন করা হবে।

তিনি বলেন, ‘সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের সবার অংশগ্রহণেই একটি উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’

মুহিত বলেন, অনেকেই পুঁজি বাজার সম্পর্কে কিছু না জেনেই বিনিয়োগ করেন, তারা মনে করেন এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু বিনিয়োগ করতে হলে এ সম্পর্কে কিছুটা লেখা পড়ারও দরকার।

অনুষ্ঠানে সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন সহ পুঁজিবাজারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।