চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জি ফাইভে বাংলার সুখী পরিবারের গল্প

নতুন ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম জিফাইভে। আগামী ২৭ নভেম্বর ২০ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে।

মুক্তির আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিরিজটির ট্রেলার প্রকাশের পেয়েছে। কাজী রাহাত পরিচালিত ‘আমাদের বাড়ি’ ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, রওনক হাসান, নাদের চৌধুরী, নাজিবা বাশার, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে।

পরিচালক জানান, ‘আমাদের বাড়ি’র গল্প সাজানো হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে। দেখানো হয়েছে একটি যৌথ পরিবার, যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে বাইরের জগতের নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী হতে সহায়তা করে।

সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা; যা তাদের আরো আপন করে তোলে।

পরিচালক কাজী রাহাত বলেন, “নব্বইয়ের দশকের শুরুর দিকে ছেলেবেলায় টেলিভিশনে অনেক পারিবারিক কাহিনী উপভোগ করেছি। তাই এই ঘরানার কাজ করার প্রতি আমার সবসময়ই একটা আগ্রহ ছিল। প্রত্যেক শিল্পীর আন্তরিক সহযোগিতা পেয়েছি।

জিফাইভ কর্তৃপক্ষ জানায়, ২৭ নভেম্বর থেকে ১৯০টি দেশে শুধু জি ফাইভ-এ ‘আমাদের বাড়ি’ উপভোগ করতে পারবেন।