চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে হাসিনা- নিনিস্তো বৈঠক

ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্যাউডি নিনিস্তোর সঙ্গে বৈঠক করেছেন।

স্থানীয় সময় দুপুর পৌনে দু’টার দিকে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ভবনে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সেদেশের রাষ্ট্রপতি। শুভেচ্ছা বিনিময়ের পর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার কর্মসূচি এবং রোহিঙ্গা প্রর্ত্যাবাসন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

বাংলাদেশে বিনিয়োগের অনুকুল পরিবেশসহ বিভিন্নক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরে ফিনিশ বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য ফিনল্যান্ড পৌঁছান। তিনি পাঁচ দিনের এক সরকারি সফরে সেদেশে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান সৌদি আরব থেকে জার্মানি হলে সোমবার বেলা ১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ফিনল্যান্ড ছাড়বেন। পরের দিন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের প্রথম ভাগে তিনি জাপান সফর করেন।