চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জর্জ ফ্লয়েড হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার এই দণ্ড ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণা করে বিচারক বলেন, এই সাজা আস্থা ও কর্তৃত্বের অবস্থানের অপব্যবহার এবং ফ্লয়েডের প্রতি নিষ্ঠুরতা দেখানোর ভিত্তিতে প্রদান করা হলো।

ফ্লয়েডের পরিবার ও সমর্থকরা এই সাজাকে স্বাগত জানিয়েছেন।

গত বছরের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়। চাওভিনকে শিকারী অপরাধী হিসেবে নিবন্ধিত করার কথা বলা হয় এবং তার উপর সারাজীবনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরও তিনজন অফিসারের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ আনা হয়।

ফ্লয়েডের ঘাড়ে চাওভিনের হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে।

সেসময় ফ্লয়েড বারবার আকুতি জানিয়ে বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। কিন্তু তাতে মন গলেনি ঘাড়ে চেপে বসা পুলিশ কর্মকর্তার।

ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।