চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জঙ্গিবাদের মূলোৎপাটনে জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিকল্প নেই’

‘জঙ্গিবাদের মূলোৎপাটনে ধর্মভিত্তিক রাজনীতি ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জামায়াত-শিবিরের মত অপশক্তি রুখে দিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

শনিবার রাজধানীর ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ৮০০ দিন’ এর শ্বেতপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় তিন খণ্ডের শ্বেতপত্রে ২০১৩ সালের ১ নভেম্বর থেকে ২০১৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ৮০০ দিনে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড সম্পর্কে ২১টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন, নাগরিক সমাজের নেতাদের বক্তব্য এবং মাঠ পর্যায়ে নির্মূল কমিটির নিজস্ব অনুসন্ধান প্রতিবেদন আকারে প্রকাশিত করা হয়।

এতে দেশের মাদ্রাসা শিক্ষা, হেফাজত-জামায়াতের সঙ্গে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের সম্পর্ক, জঙ্গি মৌলবাদী সংগঠন ও নেতাদের পরিচয় এবং তাদের আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো উঠে এসেছে।

সভায় বক্তারা অভিযোগ করেন, জামায়াতকে নিষিদ্ধ করা হবে কি-না, এ নিয়ে সরকার বিভ্রান্তি তৈরি করছে। এ সংক্রান্ত আইন সংশোধনের নামে সরকার বিষয়টি দুই বছর ধরে ঝুলিয়ে রেখেছে। অবিলম্বে জামায়াত নিষিদ্ধের আইন সংসদে উপস্থাপনের দাবি জানান তারা।

অনুষ্ঠানের শুরুতে গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে জঙ্গি
হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শ্বেতপত্রের মোড়ক
উন্মোচন করা হয়।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাত্তরেরর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক অজয় রায়, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) মোহাম্মদ আবদুর রশীদ, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জেড আই খান পান্না।