চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জঙ্গিদের ধরার পর আমেরিকান জেনারেল কী করেছিলেন: ট্রাম্পের টুইট

স্পেনের বার্সেলোনায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে সন্ত্রাসী হামলায় মানুষ হত্যার ঘটনায় টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জেনারেলের শুকরের রক্তে বুলেট ভিজিয়ে মুসলিম সৈন্যদের খতম করার উদাহরণ টেনে দেয়া তার এই টুইট বার্তা নিয়ে সমালোচনার ঝড় বইছে৷

বার্সেলোনায় হামলার পর খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে টুইট করেন ট্রাম্প৷ সেখানে তিনি জেনারেল জন পার্শিং এর উদাহরণ টানেন। জেনারেল জন পার্শিং ১৯০৯ সাল থেকে ১৯১৩ সাল পর্যন্ত আমেরিকার তৎকালীন উপনিবেশ ফিলিপিন্সের মোরো রাজ্যের গভর্নর ছিলেন৷

কথিত আছে,  জেনারেল পার্সিং সেখানে ইসলামি জঙ্গিগোষ্ঠীকে দমন করার জন্য ৫০ জনকে ধরেন। এর মধ্যে ৪৯ জনকে শুকরের রক্তে ভেজা বুলেট দিয়ে গুলি করান৷ এরপর একজনকে ছেড়ে দেন কী ঘটেছিল তা বলার জন্য৷

আরেকটি ‘মিথ’ চালু আছে, তা হলো পার্শিং মৃত মুসলিম জঙ্গিদের শুকরের সঙ্গে কবর দেন৷ তবে এসব ঘটনার কোনো ঐতিহাসিক সত্যতা নেই৷

ট্রাম্পের টুইট

বার্সেলোনা হামলার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প এই টুইটটি করেন৷ ট্রাম্পের টুইটটি বাংলা করলে দাঁড়ায়, ‘গবেষণা করে দেখুন, জঙ্গিদের ধরার পর অ্যামেরিকান জেনারেল পার্শিং কী করেছিলেন৷ পরের ৩৫ বছর ইসলামি জঙ্গিবাদ হাওয়া হয়ে গিয়েছিল৷’

ট্রাম্পের এই টুইটের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ গত বছর নির্বাচনের প্রচারণার সময়ও ট্রাম্প এ বিষয়টির অবতারণা করেছিলেন৷ সাউথ ক্যারোলাইনাতে প্রচারণার সময় পার্শিংয়ের নাম খুবই কৃতজ্ঞতার সুরে স্মরণ করেন তিনি৷ অতি ডানপন্থীদের সমর্থন আদায়ে তার এসব কৌশল কাজে লেগেছে বলে ধারণা করা হয়৷

এবারও তার এই মন্তব্য ‘বিশেষ রাজনৈতিক’ ফায়দা লোটার অংশ হিসেবেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷