চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ছেলেকে কখনোই নিজ দলে নেবেন না সিমিওনে

আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন জিওভান্নি সিমিওনে। আকাশী-নীলদের হয়ে গোলও করেছেন। তবে আলো ছড়ালেও বাবা ডিয়েগো সিমিওনে বলছেন, তিনি যেমনটা চান ফুটবলের সেইসব রশদই আছে ছেলের মধ্যে। কিন্তু নিজের দলে কখনোই ছেলেকে সই করাবেন না তিনি।

গুয়েতেমালার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন ২৩ বছরের জিওভান্নি। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করছেন। এমন খেলোয়াড়কে অনেক ক্লাবই দলে টানতে চাইবে।

কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদদের কোচ এবং জিওভান্নির বাবা ডিয়েগো সিমিওনে বলেছেন, ‘তিনি এমন একজন ফুটবলার; যার মধ্যে সবকিছু রয়েছে। তবে দুর্ভাগ্যবশত আমি তাকে কখনোই নিজের দলে সই করাব না।’

খানিক পরে ডিয়েগোর সংযোজন, ‘আমি ’কখনোই’ শব্দটা বলতে চাই না(অ্যাটলেটিকোর ব্যাপারে)। কিন্তু নিজের ছেলেকে নিজের ড্রেসিংরুমে দেখাটা আসলে বড়ই কঠিন। সম্পর্কের কারণে এটা বাবা-ছেলে উভয়েরই জনই কঠিন।’

ক্যারিয়ারটা সবে শুরু করেছেন জিওভান্নি। আগামীতে অনেককিছুই হতে পারে। সেই প্রসঙ্গ টেনে ডিয়েগোর মন্তব্য, ‘তিনি এখন যা আছেন, ৫-৬ বছর পর এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারেন জিওভান্নি। তখন হয়ত আমরা ভিন্ন পরিস্থিতিতে কথা বলব। তখন হয়ত আমি অ্যাটলেটিকো মাদ্রিদে থাকব না, কিন্তু সে তখন থাকবে।’