চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যানেল আইতে ফজলুল আলম স্মরণ সভা

বিশিষ্ট প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, সংস্কৃতিতাত্ত্বিক ও চ্যানেল আইয়ের টক শো কড়া আলাপের জনপ্রিয় উপস্থাপক প্রয়াত ডক্টর ফজলুল আলমের স্মরণ সভা করেছে বিনোদন পত্রিকা আনন্দ আলো। সভায় বক্তারা বলেছেন, ফজলুল আলমের সাহিত্যকর্ম পাঠ করলে পৃথিবীর নাগরিক হওয়ার সুযোগ তৈরী হবে।

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রাবন্ধিক সদ্য প্রয়াত ডক্টর ফজলুল আলমকে শ্রদ্ধা জানাতে আনন্দ আলোর এই আয়োজন। অংশ নেন কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক ও ফজলুল হকের বন্ধুরা। বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডক্টর ফজলুল আলম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় পাঠাগার ডিজিটালাইজেশনে ফজলুল আলমের ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, সময়ের চেয়ে এগিয়ে চিন্তা করতেন তিনি।

শুদ্ধ মানুষ ফজলুল আলমকে স্মরণ করেন সভায় অংশ নেওয়া তাঁর বন্ধুরা। ফজলুল আলমের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের চিন্তা চেতনাকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন বক্তারা।