চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার দিনের চেষ্টায়ও বাঁচানো গেল না শিশু রায়ানকে

চার দিন দীর্ঘ চেষ্টার পরও বাঁচানো গেল না মরক্কোর পাঁচ বছর বয়সী শিশু রায়ানকে। উদ্ধারের শেষ মুহূর্তে প্রাণ হারায় রায়ান। গত চার দিন ধরে বিশ্বজুড়ে আলোচনায় ছিল শিশুটির উদ্ধার প্রক্রিয়ার খবর।

বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মরক্কোর পার্বত্য শহর শেফশাওয়েনের ১শ ৪ ফুট গভীর কূপে পড়ে যায় শিশুটি। তারপর থেকেই উদ্ধার তৎপরতা চলছিল। তবে বেশ বাধার মুখে পড়তে হয়েছে উদ্ধারকারীদের। কূপের মুখ দিয়ে প্রবেশ করে শিশুটির কাছে পৌঁছানোর উপায় না থাকায় বিকল্প পথ তৈরি করে উদ্ধার অভিযান চালানো হচ্ছিল।

শনিবার স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, শিশুটির থেকে আর মাত্র ১ দশমিক ৮ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। শিশু রায়ানের পরিস্থিতি জানতে গত বৃহস্পতিবার কূপের ভেতরে ক্যামেরা পাঠানো হয়। এরপর কূপের ভেতরে পাঠানো হয় অক্সিজেন মাস্ক। শিশুটির জন্য ব্যবস্থা করা হয় খাবার ও পানি সরবরাহের।

এছাড়া ঘটনাস্থলে ছিল একটি চিকিৎসক দল এবং উদ্ধারকাজ শেষ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নিতে মোতায়েন ছিল হেলিকপ্টারও। কিন্তু সব আয়োজন পণ্ড করে উদ্ধারের শেষ মুহূর্তে প্রাণ হারায় রায়ান।

মরক্কোর উত্তরাঞ্চলের এই ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ঘটনাস্থলে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ।