চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাকরগিরি না করতে ড. ইউনূসের পরামর্শ

সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে চাকরগিরি না করতে আহবান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আর গ্রামীণ ব্যাংককে যে কোনো ষড়যন্ত্র থেকে রক্ষায় দেশী-বিদেশী সকলের সহযোগিতা চেয়েছেন গ্রামীণ ব্যাংকের নির্বাচিত পরিচালক তাহসিনা খাতুন।

ব্যাংকের নির্বাচিত পরিচালকরাও এ ব্যাপারে সজাগ থাকবেন বলে জানান তাহসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানে সামাজিক ব্যবসার মাধ্যমে চাকরীর সুযোগ সৃষ্টি করা উদ্যোক্তারা হাজির ছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও এসেছিলেন অনুষ্ঠানে।

মূল প্রবন্ধে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বার্থান্বেষী লোভী মানুষেরা চাকুরি দেয়ার নামে মানুষকে দাসে পরিণত করছে। চাকুরি চাওয়ার বদলে চাকুরির সুযোগ সৃষ্টি করতে তরুণদের অনুপ্রাণিত করেন তিনি।

রমজানের কারণে ২৮ জুনের বদলে এক মাস এগিয়ে সামাজিক ব্যবসা দিবস উদযাপন করা হচ্ছে বলেো জানান ডক্টর ইউনূস। এবারো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন।