চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুর ও হবিগঞ্জে প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ চলছে

কোরবানির ঈদের বাজার ধরতে সারাদেশেই গরু মোটাতাজাকরণ খামার গড়ে তোলেন খামারিরা। চাঁদপুর ও হবিগঞ্জের খামারিদের দাবি, তারা ব্যবহার করেছেন শতভাগ দেশীয় পদ্ধতি।

শেষ সময়ে কোরবানির হাটে গরু তুলতে নানা প্রস্তুতি চলছে চাঁদপুরের খামারিদের। তাদের দাবি গরু পালনে তারা ব্যবহার করছেন শতভাগ দেশীয় দানাদার।

খামারিদের দাবি, গরু আমদানি অব্যাহৃত থাকলে কাঙ্খিত দাম থেকে বঞ্চিত হবেন তারা। হবিগঞ্জে এবার গড়ে ওঠে ছোট বড় মিলিয়ে ছয়শ’টি খামার। এর মধ্যে সদর উপজেলাতেই রয়েছে ৮০টি খামার।

জেলার প্রতিটি খামারে খামারিদের প্রশিক্ষণ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: