চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুরে সাখুয়া-ইব্রাহিমপুরের ৩২০ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে

চাঁদপুরে সাখুয়া-ইব্রাহিমপুর সাড়ে ৫ কিলোমিটার বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকির মধ্যে পড়েছে পুরো ৩২০ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি। শুষ্ক মৌসুম শেষ হওয়ার আগে বাঁধ রক্ষণাবেক্ষণ করা না হলে বর্ষায় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ রক্ষণাবেক্ষণে বরাদ্দ চেয়েও পর্যাপ্ত বরাদ্দ পায়নি পানি উন্নয়ন বোর্ড। 

রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে চাঁদপুরের সাখুয়া-ইব্রাহিমপুর বাঁধ। বাঁধের কংক্রিট ব্লক ও বস্তা ভেসে উঠেছে। শুষ্ক মওসুমে পরিকল্পিতভাবে বাঁধ রক্ষা করার ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় ভয়াবহ ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, বাঁধ সংস্কার কাজে পর্যাপ্ত বরাদ্দ মিলছে না। শুষ্ক মৌসুমে বাঁধ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে