চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চসিক ভোটের ম্যাজিক ফ্যাক্টর সুন্নি ভোটার

চট্টগ্রাম সিটি ভোটে নগরের ম্যাজিক ফ্যাক্টর প্রায় ৬০ শতাংশ সুন্নি সম্প্রদায়ের ভোট। জামায়াতের কারণে সুন্নি ভোটাররা বিএনপির সাথে নেই বলে জানিয়ে দিলেও শহরে পাঁচ শতাংশ ভোট জামায়াত শিবিরের দখলে বলছেন নেতারা।

অপরদিকে শহরের প্রায় ৫ লাখ হিন্দু ভোটার বলছেন সংখ্যালঘু হিসেবে নয়, নাগরিক এবং ভোটের নিয়ামক শক্তি হিসেবে যে দল তাদের সম্মান দিবে তাদের পক্ষেই থাকবে হিন্দু ভোট।

চট্টগ্রাম শহরের ছোট বড় পাহাড়ী ভাঁজে ভাঁজে এখন শুধুই নির্বাচনী আওয়াজ। করোনার ঝুঁকি মাথায় নিয়েও নগরের ২০ লাখ ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা। তবে দেশে ভোটের পরীক্ষার যোগ বিয়োগে চিরকালই ধর্ম একটা বড় ম্যাজিক।

চট্টগ্রামের সিটি ভোটের নির্দিষ্ট ভোট ব্যাংক বেশ ক’টি। এর মধ্যে তরুণ ভোটার, নিরপেক্ষ ভোটার, জামায়াত শিবিরের ভোট হেফাজতে ইসলামের ভোট, সংখ্যালঘু ভোটার এবং সুন্নি সম্প্রদায়ের ভোট। তবে প্রধান দুই দলের সব চেষ্টাই সংখ্যালঘু এবং সুন্নি ভোটের দিকে। কারণ হিসেবে আওয়ামী লীগের প্রার্থী বলছেন, জেলাতে হেফাজতের ভোটব্যাংক নেই ।

তবে হেফাজতে ইসলামের সঙ্গে সরকারী দলের মধুরতা থাকায় মনের মধ্যে ক্ষোভ সুন্নি নেতাদের। তবু তারা হেফাজত আর জামায়াত ঠেকাতে নৌকার সাথে আছেন বলে জানিয়েছেন আল্লামা আবু কাশেম নুরী।

ভোটের রাজনীতিতে আরেক হাতিয়ার সংখ্যালঘু ভোট। চট্টগ্রামের সিটি ভোটে এই ভোটারদের নিয়েও নানান অংক কষছেন প্রার্থীরা।

হিন্দু নেতারা বলছেন, ভোটের আগে পরে নিশ্চয়তা দিতে হবে তবেই তারা কেন্দ্রে যাবেন।
তবে সাধারণ মানুষ আবারো স্বপ্ন দেখছেন চট্টগ্রামের উন্নতি নিয়ে।