চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলে গেলেন মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা

মাদার তেরেসার উত্তরসূরি `মিশনারিজ অব চ্যারিটি’র প্রধান সিস্টার নির্মলা মঙ্গলবার ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মিশনারির কর্মকর্তারা বলেছেন গত কয়েকদিন ধরে তাঁর শরীর ভালো যাচ্ছিলো না।

তাঁর মরদেহ কলকাতার শিয়ালদাহের সেন্ট জন’স চার্চে রাখা হয়েছে। সেখান থেকে আগামীকাল (বুধবার) তার মরদেহ কলকাতার মাদার হাউজে নেয়া হবে। কাল বিকেল চারটায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সিস্টার নির্মলার মৃত্যুর খবরে সবার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নির্মলা তার জীবনকে উৎসর্গ করেছিলেন দরিদ্র এবং আর্তমানবতার সেবায়। মৃতুতে দুঃখ প্রকাশ করে মোদি নির্মলার বিদেহি আত্মার শান্তি প্রার্থণা করেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার টুইটার বার্তায় লিখেছেন, নির্মলার মৃত্যুতে তিনি গভীরভারে শোকাহত। তিনি মাদার তেরেসার কাজকে আত্মত্যাগ ও মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।

সিস্টার নির্মলা মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালে ওই চ্যারিটির দায়িত্ব গ্রহণ করেছিলেন।