চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চতুর্থ দিনেও প্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

টাঙ্গাইলে চতুর্থ দিনেও প্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পণ্যবাহী পরিবহনের ধর্মঘট প্রত্যাহার হলেও গণপরিবহনে চলছে অঘোষিত কর্মবিরতি।

প্রতিদিনের ন্যায় ছেড়ে যায়নি দূরপাল্লার পরিবহনগুলি। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে অল্পসংখ্যক ট্রাক-বাস চলাচল করছে। অন্যদিকে বিভিন্ন রুটের অল্প সংখ্যক গণপরিবহন চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় অনেক কম বলছে সেতু কর্তৃপক্ষ। এর ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, সড়ক আইন সংশোধনের জন্য পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছে। গত সোমবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারনে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে স্বাভাবিক সময়ের ন্যায় দূরপাল্লার পরিবহন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি। শ্রমিকরা বাস বন্ধ রেখে অঘোষিত ধর্মঘট পালন করছে।

এদিকে গেল রাতে সারাদেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেয়া হলেও এরকোন বাস্তবায়ন নেই টাঙ্গাইলে।

এবিষয়ে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবারও টাঙ্গাইলে গণপরিবহন ধর্মঘট চলছে। বিকালের দিকে ঢাকায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত ঠিক হবে।