চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চট্টগ্রাম থেকে ‘আইটি এক্সপার্ট লালু জঙ্গি’ গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সিরিয়া ফেরত সাখাওয়াত আলী লালু নামে এক ‘জঙ্গি’ক গ্রেপ্তার করেছে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট।

পুলিশ বলছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খুলশীর কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে জিহাদী কার্যক্রম প্রচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত আলী লালু ২০১২ সালে তার আত্মীয় মো. আরিফ মামুনের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন।

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের দাবি, চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের নিয়ে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। চার বছর আগে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে সিরিয়া যায় সে। সর্বশেষ গত ২২ মার্চ দেশে ফিরে জঙ্গি সাখাওয়াত আলী লালু। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।