চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রেপ্তারি এড়াতে ‘তাণ্ডব’ টিমের আবেদন

ভুল স্বীকার করে, ক্ষমা চেয়ে, বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার পরও রেহাই মিলছে না ‘তাণ্ডব’ টিমের। সুপ্রিম কোর্টের কাছে সুরক্ষা দাবি করেছিলেন ‘তাণ্ডব’ টিম। কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

বুধবার গ্রেপ্তার হওয়া থেকে রেহাই পেতে আদালতের দ্বারস্থ হন অভিনেতা জিশান আইয়ুব, অ্যামাজন প্রাইম ভিডিও (ইন্ডিয়া) ও টিম ‘তাণ্ডব’। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, এফআইআরের এর ভিত্তিতে কেউ যদি গ্রেপ্তার হন, তাহলে সুপ্রিম কোর্ট কোনোরকম সুরক্ষা নিশ্চিত করবে না।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, ‘বাক স্বাধীনতা শর্তহীন নয়। এমন চরিত্রে আপনি অভিনয় করতে পারেন না যা মানুষের অনুভূতিতে আঘাত করে।’

১৫ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সাইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই অভিযোগ উঠেছে, হিন্দুধর্মাবলম্বীদের দেবতা ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে ওয়েব সিরিজটিতে। সিরিজে হিন্দু দেবতা মহাদেবকে অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি। সেই সাথে মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম সাইফ আলী খানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এই সিরিজের বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের হয়। তারপর তাণ্ডব এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। এরপর গ্রেপ্তারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হয়েছেন ওয়েব সিরিজের নির্মাতারা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এতে সাইফের পাশাপাশি আরও রয়েছেন সুনীল গ্রোভার, ডিম্পল কাপাডিয়া, গওহর খান ও কৃতিকা কামরা।