চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রেনেড হামলা মামলায় সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারেককে জড়িয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারেক রহমানকে জড়িয়েছে। নব নির্বাচিত কমিটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার বলেও আশাবাদ রাখেন তিনি। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ১৫ দিন পর প্রথমবারের মতো সদস্যদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান । শ্রদ্ধা জানানোর পরে নতুন কমিটি নিয়ে প্রত্যাশা ও ২১ আগষ্টের বিষয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখার শপথ নিয়েছেন।

কথা বলেন ২১শে আগস্টের গ্রেনেড হামলার মামলা এবং রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে নিয়েও। 

তিনি জানান, এ মামলায় দেওয়া আগের তিনবার অভিযোগপত্রে তাঁর নাম ছিল না। ক্ষমতায় এসে সরকার তার নাম অন্তর্ভুক্ত করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আগে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।