চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গৃহকর্মী সংকটে কুয়েত

মোশাররফ হোসেন:
করোনা মহামারি ও আইনগত নানান জটিলতায় গৃহকর্মীর অভাব দেখা দিয়েছে কুয়েতে। এরই মধ্যে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশীয়া ও আফ্রিকান গৃহকর্মীরা কুয়েত ত্যাগ করেছে। 

এছাড়াও বিধিনিষেধের কারণে গৃহকর্মীদের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি গৃহকর্মীরাও কুয়েতে আসছেন না।

এর ফলে অনেক পরিবার বাধ্য হয়ে অতীতের চেয়ে তিনগুণ বেতন দিয়ে বিভিন্ন অফিস থেকে অস্হায়ী গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন। এসব গৃহকর্মীদের বেশীর ভাগই আইন লঙ্ঘনকারী ও অবৈধ।

পবিত্র রমজান মাসে কুয়েতী পরিবারের গৃহস্থালীর কাজের চাপ বেশী থাকায়, তাদের গৃহকর্মী সংকট উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এবং দুর্ভোগ বাড়িয়ে তোলে।

দেশটির স্থানীয় গণমাধ্যম দৈনিক আল রাই জানায়, বর্তমানে একজন গৃহকর্মীকে বৈধ উপায়ে নিয়োগ করতে হলে একটি পরিবারকে ৯০০ কুয়েতী দিনারের পরিবর্তে ১২০০ কুয়েতী দিনার খরচ করতে হবে।