চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজশাহীতে শিক্ষকদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজের বিধি অনুসারে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয়া অনার্স মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা বলেন, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজগুলোতে কর্মরত রয়েছেন সাড়ে পাঁচ হাজার শিক্ষক। যারা বৈধ নিয়োগ পাওয়ার পরও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি করেন, যেন অবিলম্বে এই সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিও ভুক্ত করে তাদের বেতন ও ভাতা প্রদান শুরু করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী বিভাগের সভাপতি দুলাল হোসেনসহ নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।