চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গলফ র‍্যাঙ্কিংয়ের এক নম্বরের করোনায় অলিম্পিকে খেলা হচ্ছে না

দুমাসের মধ্যে দ্বিতীয়বার করোনা টেস্টে পজিটিভ হলেন স্পেনের জন রাহম। গলফ র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার তাতে অলিম্পিকে খেলা হচ্ছে না। স্প্যানিশ অলিম্পিক কমিটি তার বিদায়ের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।

টোকিও অলিম্পিকে গলফে করোনার হানা বাড়ছেই। রোববার স্পেনিয়ার্ড রাহমের পজিটিভ হওয়ার খবর আসার কয়েকঘণ্টা আগে একই কারণে ছিটকে গেছেন যুক্তরাষ্ট্রের গরফার ব্রেইসন ডিচেমবেউ।

বৃহস্পতিবার গলফে নামার কথা ছিল রাহমের। একইদিনে গেমস শুরু হতো আমেরিকান ব্রেইসনেরও, তিনি জাপানে পা-ই রাখতে পারলেন না। এই আসর দিয়েই অলিম্পিকে অভিষেকের অপেক্ষায় ছিলেন আমেরিকান তারকা।

ব্রেইসন ডিচেমবেউ

র‍্যাঙ্কিংয়ের শীর্ষের রাহাম ও ছয় নম্বরের ব্রেইসন, দুজনেই গত সপ্তাহে কেন্টে রয়্যাল সেন্ট জর্জেস ওপেনে খেলেছেন।