চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গর্ভের শিশু দ্বিখণ্ডিত: পরিচালক-সিভিল সার্জনসহ ৫ ডাক্তারকে হাইকোর্টে তলব

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির সিজারের সময় গর্ভের শিশুকে দ্বিখণ্ডিত করে জরায়ু কেটে ফেলার ঘটনায় হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন এবং পাঁচ ডাক্তারকে তলব করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। আগামী ৪ এপ্রিল হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ডাক্তারদের স্বশরীরে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন।

পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবর সুপ্রিম কোর্টের আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ ও মো: আসাদুজ্জামান আদালতের নজরে আনেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।