চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লো গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনীর নেতিবাচক ভূমিকা তুলে ধরেছে বলে অভিযোগ করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

সংবাদ সম্মেলনে তারা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করার দাবি জানান। ৬ নভেম্বর সাঁওতালদের সঙ্গে স্থানীয় চিনিকল শ্রমিক এবং পুলিশের সংঘর্ষে তিনজন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

আহত অন্য তিন সাঁওতালকে হাসপাতালে হাতকড়া পরিয়েও রাখা হয়েছিলো। পরে হাইকোর্টের নির্দেশে তাদের হাতকড়া খুলে দেওয়া হয়। মুক্তি পেয়ে বাড়িতে চিকিৎসা নিতে বাধ্য হন এক সাঁওতাল। সহায়-সম্বল হারিয়ে অনেক সাঁওতাল স্থানীয় গির্জার সামনে আশ্রয় নেন। এখনো তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সাঁওতালপল্লীতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধিদল সাঁওতালপল্লী পরিদর্শন করে প্রধানমন্ত্রীর পক্ষে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে।