চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: রাষ্ট্রপক্ষের ৪ সাক্ষীকে জেরা করা যাবে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ৪ সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই ৪ সাক্ষীকে খালেদা জিয়ার আইনজীবীরা জেরা করতে পারবেন।

বিচারপতি মো: শওকত হোসেন ও বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

জেরা করার অনুমতি মেলা চার সাক্ষী হচ্ছেন, শেখ মকবুল আহমদ, আমিরুল ইসলাম, অমল কান্তি দে ও দুদক কর্মকর্তা চৌধুরী এম এন আলম।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া।

ঢাকা বিশেষ জজ আদালত-৫ এ এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।