চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে প্রথম জাতীয় কনভেনশন

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত এই কনভেনশন চলবে।

রোববার সকাল ৯টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এই কনভেনশন উদ্বোধন করেন।

দেশের প্রধান প্রধান দুর্যোগগুলো নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, বাস্তবায়নকারী সংস্থাসমূহ, উপকারভোগী, এনজিও, আইএনজিও, জনপ্রতিনিধি, সাংবাদিক, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং বিগত কয়েকটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকসহ প্রায় পনের শ’ লোক এ কনভেনশনে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশে বর্তমানে দুর্যোগের ধরণ, প্রকৃতি এবং সরকারের চলমান পদক্ষেপের পাশাপাশি টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কনভেনশনে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে দুই দিনের আলোচ্য বিষয়, মতামত ও সুপারিশমালা গ্রহণ করা হবে। তার আলোকে আগামী দিনের দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাঠামো ও পরিকল্পনা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।