চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাদিজা হত্যা চেষ্টা মামলার আদালত পরিবর্তন

সিলেট মহানগর হাকিম আদালত থেকে আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।  ৫ মার্চ নতুন আদালতে  শুনানির  দিন ধার্য করা হয়েছে।

সরকার পক্ষের কৌশলীরা আসামী বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আদালত স্থানান্তরের আবেদন জানালে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এই আবেদন মঞ্জুর করেন।

এর আগে আলোচিত এই মামলায়  ৩৭ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে  আজ  বুধবার ছিল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের ধার্য তারিখ।

৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবার সময় খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এঘটনায় বদরুলকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেন প্রত্যক্ষদর্শীরা।