চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের মোড় ঘোরানোর দিন

পহেলা মার্চ ১৯৭১। বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের মোড় ঘোরানোর দিন। বাঙালিকে শৃঙ্খলে রাখার চক্রান্ত প্রতিরোধের শুরু।এদিন এক আকস্মিক বেতার ভাষণে পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন।

ঘোষণা শুনেই প্রতিবাদে গর্জে ওঠে সমগ্র জাতি। ২ মার্চ মঙ্গলবার ঢাকায়, আর বুধবার সারা দেশে হরতালের সিদ্ধান্ত হয়। আর ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভা।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানান, রেসকোর্স ময়দানেই পূর্ণাঙ্গ কর্মসূচি দেয়া হবে। এ মাসের সূর্যেই মিশে আছে বাঙালির রক্তের লাল। বছর ঘুরে বাঙালির কাছে মার্চ আসে লাল-সবুজের গর্বিত পতাকা উড়িয়ে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/4kUxA-f7oIA