চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্রিকেট কমপ্লেক্স হয়ে উঠছে চট্টগ্রাম ভেন্যু

চট্টগ্রাম থেকে: স্টেডিয়াম প্রাঙ্গণে পার্কিং এরিয়ার পাশে তৈরি করা হচ্ছে দশটি উইকেট। আরেকটু উত্তর দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে আধুনিক ইনডোর নির্মাণের কাজ। পাশেই পরিত্যক্ত জায়গায় করা হবে প্র্যাকটিস গ্রাউন্ড। জানা গেল পশ্চিম পাশের খালি জায়গায় একাডেমি ভবন করার ভাবনা আছে বিসিবির। সব কাজ শেষ হলে ক্রিকেট কমপ্লেক্স হয়ে উঠবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

গ্যালারিতে বসেছে নানা রংয়ের নতুন চেয়ার। তাতে বর্ণিল রূপ পেয়েছে বন্দরনগরীর স্টেডিয়ামটি। বাইরে পড়ে থাকা খালি জায়গায়ও কাজে লাগানোর চেষ্টায় বিসিবি।

ইনডোরে বসবে চারটি ম্যাট

আন্তর্জাতিক মানের ইনডোরের কাজ প্রায় শেষ পর্যায়ে। ফ্লাইওভার নির্মাণের জন্য জহুর আহমেদ স্টেডিয়াম সংলগ্ন দক্ষিণ পাশে ইনডোর স্টেডিয়ামটি ভাঙার প্রয়োজন পড়ে। সেজন্যই জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) নিজ অর্থায়নে স্টেডিয়ামের উত্তর পাশে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন ইনডোর নির্মাণ করে দিচ্ছে।

উইকেট বানানোর কাজও দৃশ্যমান

আর দুই মাসের মধ্যেই ব্যবহারের উপযোগী হয়ে যাবে ইনডোর। চারটি উইকেটে উন্নত অনুশীলন সুবিধা পাবেন ক্রিকেটাররা। দুই ধরনের দুটি করে চারটি ম্যাটও দেশের বাইরে থেকে এনেছে জাইকা। এখন তা জায়গমতো বসে যাওয়ার অপেক্ষায়। ইনডোর স্থাপনার পাশেই রয়েছে হাঁটার লন। যা মার্বেল পাথরে তৈরি।

স্টেডিয়ামের পশ্চিম দিকের এই জায়গায় হবে একাডেমি ভবন

পাশের পরিত্যক্ত জায়গায় মাঠ তৈরি হবে জাইকার অর্থায়নেই। এখন বিসিবি একাডেমি ভবন করতে পারলেই সিলেটের মতো ক্রিকেট কমপ্লেক্স হয়ে উঠবে সাগরিকার টেস্ট ভেন্যুটি।