চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্রাইস্ট দি রিডিমার’র গায়ে আমাজন বন

আমাজন দিবসে ব্রাজিলের রিও ডি জেনিরো’র ল্যান্ডমার্ক ক্রাইস্ট দি রিডিমার গায়ে ফুটিয়ে তোলা হয়েছে আমাজন বনের দৃশ্য। যিশুর ১২৫ ফুট লম্বা মূর্তিটি এভাবে সাজানোর উদ্দেশ্য ছিলো আমাজন বনকে রক্ষায় সচেতনতা বাড়ানো।

প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালিত হয় আমাজন দিবস। শনিবার বিশ্বের ফুসফুস খ্যাত এই বন রক্ষায় নানা আয়োজনের পাশাপাশি আমাজন বনের অধিবাসী আর প্রাণীদের বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হয়েছে ক্রাইস্ট দি রিডিমারের দেহাবয়বে।

ফরাসি আর্টিস্ট গ্যাসপার ডি ক্যারোর আঁকা এসব ছবিকে আলোক প্রক্ষেপণের মাধ্যমে দেখানো হয়েছে এ দিন। একই সাথে ব্রাজিলিয়ান সুরকার হেইটর ভিয়া লোবো’র সুরে একের পর এক ছবি ফুটে উঠছে যিশুর মূর্তির গায়ে।