চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউজিল্যান্ডে হামলা: বলিউডের উদ্বেগ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গোলাগুলির ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। আহত আরও অনেকে। এই ঘটনায় পুরো পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে শোকবার্তা এবং হামলার প্রতি ঘৃণা। বলিউড তারকারাও সোশ্যাল মিডিয়ায় এই হামলার প্রতি ঘৃণা এবং উদ্বেগ প্রকাশ করেছেন।

বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ক্রাইস্টচার্চের হামলা হৃদয় বিদারক। নিরীহ মানুষদের হামলা করা সহজ কারণ তারা শান্তি এবং ভালোবাসাপ্রিয়। হামলার শিকারদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’

আরবাজ খান লিখেছেন, ‘স্তব্ধ, বাকরুদ্ধ এবং খুবই বিষণ্ণ নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায়। ৪৯ জন নিহত এবং বহু আহত এই অমানবিক হামলায়। হামলার শিকার এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

দিয়া মির্জা লিখেছেন, ‘মন খারাপ করা খবর। সন্ত্রাসী হামলায় যেই পরিবারগুলো তাদের আপনজন হারিয়েছে তাদের জন্য প্রার্থনা।

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমরা কঠিন সময়ে বাস করছি। দুঃখজনক এবং ভয়ংকর বিষয়। প্রার্থনা।’

অনুপম খের লিখেছেন, ‘নিরীহ মানুষগুলোকে হত্যার ঘটনায় বিষণ্ণ এবং ভীত। পরিবারগুলোকে সৃষ্টিকর্তা আপনজন হারানোর শোক সামলে উঠার শক্তি দেক। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’