চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বিমান বাহিনীর প্রশিক্ষণ মহড়া, জলযানকে বিশেষ সতর্কবার্তা

আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আকাশে গোলা ও মিসাইল বর্ষণ প্রশিক্ষণ মহড়া চলবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

প্রতিদিন সকাল ৮টা-বিকেল ৫টা পর্যন্ত রেঞ্জের কেন্দ্র থেকে ৯০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশসীমায় গোলা ও মিসাইল বর্ষণ প্রশিক্ষণ মহড়া হবে। মহড়া চলার সময় সব জলযানকে বিশেষ সতর্কতা মেনে ওইসব এলাকা এড়িয়ে চলতেও নির্দেশ দেয়া হয়েছে।

আইএসপিআর নিজস্ব ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমানের আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৫ মার্চ থেকে। মহড়া আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে।